প্রথমে আপনার সখের আইফোন টা হাতে নিন। কোন সিকিউরিটি নক করা থাকলে নক খুলে
Settings এ যান তারপর একটু নিচেই মনে হয় ৪নাম্বার অপশনটা Cellular লেখাতে
ক্লিক করে নিচের দিকে নামতে থাকুন দেখবেন USE CELLULAR DATA FOR লেখা আছে
অই খানে দেখুন আপনার মোবাইলে যতগুলো এপ্লিকেশন আছে সব গুলোর ON মুড করা
আছে। এখন সব গুলো OFF মুড করে নিন। আপনার যে এপ্লিকেশন টা দরকার মানে যে
এপ্লিকেশন দিয়ে ইন্টারনেট ব্রাউজ করবেন শুধু সেটা ON মুড করে রাখুন। আর
ব্রাউজ করা শেষ হলে সাথে সাথে ডাটা কানেকশন OFF করে রাখুন। এখন শান্তি মত
কম মেগাবাইট দিয়ে দীর্ঘ সময় ইন্টারনেট ব্রাউজ করতে থাকুন।