বাংলালিংকে রিচার্জে লুফে নিন ১হাজার মিনিট ও ৫৮০MB বোনাস! একদম ফ্রী!
- বাংলালিংক অফারটি চটকদার হলেও আমরা একটু ক্লিয়ার করে নেই আসল
বিষয়টি। মূলত আপনি প্রতি ৫৮ টাকা রিচার্জে পাবেন ১০০ মিনিট ও ৫৮ এমবি বোনাস
ইনস্ট্যান্ট!
- আর আপনি এই অফারে মোট রিচার্জ করে অফার লুফে নেওয়ার সুযোগ পাবেন ১০ বার।
- সুতরাং, ৫৮X১০=৫৮০ টাকা রিচার্জে পাচ্ছেন, ১০০ মিনিটX১০= ১ হাজার মিনিট এবং ৫৮ এমবিX১০= ৫৮০ এমবি বোনাস!
- এটাই হল মূলত আমাদের বাংলালিংকের কদ্দের আকর্ষণের ভেলকি! আসুন কন্ডিশন গুলা জেনে নেই।
- এই অফারটি সকল বাংলালিংক প্রিপেইড প্যাকেজের জন্য প্রযোজ্য হবে।
- বোনাস মিনিটে আপনি যেকোনো বাংলালিংক নাম্বারে ফ্রী কল করতে পারবেন সকাল ৯ - বিকাল ৫ টা পর্যন্ত!
- বোনাস মিনিটের মেয়াদ রিচার্জের পর থেকে মোট ২ দিন। ( রিচার্জের দিন সহকারে )
- বোনাস ইন্টারনেট ব্যবহার করতে পারবেন রিচার্জের পর থেকেই। মেয়াদ মোট ১ দিন।
- অফারটির বোনাস মিনিট ও এমবি জানতে ডায়াল করুন *124*31#