১. যে মডেল কিনতে চাচ্ছেন ঐ ব্র্যান্ডের অফিসিয়াল সাইটে ফিচারটা ভালোমত
দেখুন । মূলত ডিসপ্লে সাইজ কতো , কি ধরনের ডিসপ্লে , অপারেটিং সিস্টেম কি,
প্রসেসর কি এবং স্পিড কেমন , র্যাম কতো, রোমটা কতো , র্যায়ার ক্যামেরা কত
মেগা পিক্সেল , ফ্রন্ট ক্যামেরা কত মেগা পিক্সেল ইত্যাদি যাচাই করে নিন ।
২. দামটা যাচাই করে নিন । এই কাজটা আপনি করতে পারেন বিভিন্ন শপ ঘুরে ঘুরে কিংবা এই সাইটের মাধ্যমে price compare করতে পারেন – এই সাইটে আপনি ঢাকা শহরের বিভিন্ন মার্কেটের এবং এলাকার বিভিন্ন শপের জন্য ঐ মডেলের দাম পাবেন ।
৩. এরপর দেখবেন আপনি যে মডেলটা কিনতে চাচ্ছেন সেটা দোকান কিংবা ব্যান্ড
ভেদে কত দিনের ওয়ারেন্টি পাচ্ছেন । সবসময় ব্যান্ডের ওয়ারেন্টিকে শপ থেকে
বেশী প্রাধান্য দিবেন ।
৪. মোবাইল ফোন কিনতে যাওয়ার সময় একটা ব্যবহৃত সিম নিয়ে যাবেন এবং যেই ফোনটা নিচ্ছেন তার ফিচারগুলো একটু যাচাই করে নিবেন।
৫.মোবাইল ফোন কেনার আগে ওয়ারেন্টি এবং মোবাইল ক্রয় সংক্রান্ত কাগজপত্র ভালোভাবে বুঝে নিবেন ।
আশা করি এই বিষয়গুলো খেয়াল রাখলে আপনার ফোন কেনার পর তেমন সমস্যা হবেনা।