27 October 2014

অ্যান্ড্রয়েড ফোনকে খুব সহজেই মডেম হিসেবে কম্পিউটারে ব্যবহার করুন।

অ্যান্ড্রয়েড ফোনকে খুব সহজেই মডেম হিসেবে কম্পিউটারে ব্যবহার করা যায়। এ জন্য ফোনে ইন্টারনেট সংযোগ সক্রিয় থাকতে হবে।

এ ক্ষেত্রে ফোনের ডেটা কেবল কম্পিউটারের ইউএসবিতে যুক্ত করতে হবে।  অ্যান্ড্রয়েড ৪.২.২ সংস্করণের জন্য Menu\Settings-এ যান। এখানে Mobile networks চেপে Data connection-এ গিয়ে
মুঠোফোনের যে ইন্টারনেট কম্পিউটারে ব্যবহার করবেন সেটি চালু করে নিন। এবার Setting থেকে  More wireless -এ যান। এখন চাপতে হবে tethering & portable hotspot অপশনটি।  USB tathering এ চাপার
ফলে সেটি চালু হয়ে যাবে এবং ফোনের ইন্টারনেট কম্পিউটারে চালানো যাবে। অন্যান্য  অপারেটি সিস্টেম অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে উপরের নিয়মে
অনুসরণ করে tethering & portable hotspot খুজে নিয়ে USB tethering সক্রিয় করে দিলে ফোনকে মডেম হিসেবে কাজ
করা যাবে।