08 November 2014

ক্যান্সার, হৃদরোগ শনাক্তে যন্ত্র তৈরি করছে গুগল


ঢাকা: ক্যান্সার, হৃদরোগ শনাক্তে যন্ত্র তৈরি করছে গুগল। শুধু তাই নয় অন্যান্য রোগ যাতে প্রাথমিক পর্যায়ে থাকা অবস্থায় শনাক্ত করা সম্ভব হয় সেই লক্ষ্য নিয়ে উদ্ভাবিত যন্ত্রের উন্নয়নে কাজ চালিয়ে যাচ্ছে গুগল। এই যন্ত্রটি বর্তমান সময়ের চেয়ে অনেক আগে রোগ শনাক্তে কাজ করবে।

খবর বিবিসি অনলাইনের।

গুগলের এক্স ল্যাবের বিজ্ঞানীদের এক টিম কাজ করছে এই প্রকল্প বাস্তবায়নে। এটি সফল হলে বদলে যাবে মানুষের জীবন। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে এমন প্রযুক্তির উদ্ভাবন করা যা কি না আগাম বলে দিতে পারবে কারও ক্যান্সার বা হার্ট অ্যাটাক হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না।


গবেষণা চালানো হচ্ছে সেই সব ন্যানো পার্টিকলসের উপরে যা রক্তের থেকে বিপদ সংকেত গ্রহন করে তা পাঠিয়ে দিবে সেন্সরের কাছে।

মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এই গবেষণার কথা স্বীকার করা হয়েছে গুগল-এর পক্ষ থেকে। সংবাদ সন্মেলনে আরো জানানো হয়েছে যে, এই উদ্যোগ নিয়ে তারা বিশেষ আশাবাদী। এই গবেষণা সফল হলে ভবিষ্যতে বহু মারণ রোগ সম্পর্কে মানুষকে আগেভাগে সজাগ করা সম্ভব হবে।

বিশেষ ধরনের এই ন্যানো পার্টিকলস থাকবে পিলসের মধ্যে। সেই পিলস খাওয়ার পরে তা রক্তের সঙ্গে নিমেষেই মিশে যাবে এবং ক্যান্সারের মতো টার্গেট সেলের ওপর প্রভাব ফেলবে। এই ন্যানো পার্টিকলস-এ চুম্বকের গুণ থাকার ফলে তা আকৃষ্ট হবে শরীরে পরে থাকা যন্ত্রের দিকে। লাইট বা রেডিও ওয়েভের সাহায্যে অনায়াসেই সেই যন্ত্র বলে দিতে পারবে শরীরে আশংকা রয়েছে কি না কোনো মরণ ব্যাধীর বাসা বাঁধার।