অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ ব্যবহারকারীদের
জন্য সুখবর। আগামী বছরের শুরুর দিকেই তাঁরা পেতে যাচ্ছেন ললিপপ ৫.১ আপডেট।
সিনেট জানিয়েছে, বছরের শুরুর দিকেই গুগল এই আপডেট উন্মুক্ত করার
পরিকল্পনা করছে। এতে বেশ কিছু নতুন ফিচার যুক্ত করা হতে পারে। এর পাশাপাশি
বর্তমান সংস্করণে থাকা বিভিন্ন ত্রুটিও দূর করা হবে এই সংস্করণে।
ললিপপে নেই কোন সাইলেন্ট মোড সুবিধা। আর এই ফিচারটি ফিরে আসতে পারে আপডেটের মাধ্যমে, এমনটাই ধারণা করছেন প্রযুক্তি সংশ্লিষ্টরা।