18 December 2014

বগুড়া শেরপুরে তাঁত, বস্ত্র ও হস্ত কুটির শিল্প মেলার উদ্বোধন।

বগুড়ার শেরপুরে বৃহস্পতিবার বিকালে শেরপুর মডেল প্রেসকাবের উদ্যোগে তাঁত, বস্ত্র ও হস্ত কুটির শিল্প মেলার উদ্বোধন করা হয়েছে।
ফিতা কেটে ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সরোয়ার জাহান। এসময় সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, উপজেলা ভাইস চেয়ারম্যান বেগম সালমা ইসলাম শেফা, উপজেলা বিএনপির সদস্য সচিব পিয়ার হোসেন পিয়ার,যুগ্ম আহবায়ক হাসানুল মারুফ শিমুল, বিশিষ্ট ব্যবসায়ী মোজাম্মেল হক, শেরপুর মডেল প্রেসকাবের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক নাহিদ আল মালেক, যুগ্ম সম্পাদক আবু রায়হান রানা, অর্থ বিষয়ক সম্পাদক মমিনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক এরশাদ হোসেন, নির্বাহী সদস্য শাহাদৎ হোসেন, আশাদুজ্জামান আশা,আশরাফ আলী, আব্দুল হান্নান রোকন, সদস্য শাহ আলম ফিরোজ, এসআই রাজু কামাল, টিএসআই গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মেলায় দেশীয় ও হস্তুশিল্পের প্রায় অর্ধ শতাধিক দোকানের পসরা সাজানো হয়েছে।