28 March 2015

যে সকল ইন্টারনেট প্যাকেজ বন্ধ করে দিচ্ছে গ্রামীণফোন।

গ্রামীণফোন ইন্টারনেট গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উল্লেখিত নিম্নলিখিত ডাটা প্যাকেজসমূহ ৩০ শে মার্চ. ২০১৫ থেকে বন্ধ করা হবে:
• 500 MB প্যাক ৯৯ টাকা (2G);
• ৩০ দিনের 2GB প্যাক P6 (2G); এবং
• ৩০ দিনের হেভি ইউজেস প্যাক (২৪ ঘন্টা) P2 (2G)
এর আগে এগুলা ২৩ শে মার্চ. ২০১৫ থেকে বন্ধ করার কথা জানানো হয়েছিলো, সর্বশেষ এখন ৩০ শে মার্চ. ২০১৫ থেকে বন্ধ করার কথা ওয়েবসাইটে জানানো হয়