20 August 2015

উপ সহকারী কৃষি নিয়োগ প্রশ্ন-6 (কৃষি প্রশ্ন)

* বাংলাদেশের নদী গবেষণা ইন্সটিটিউট কেন্দ্র কোথায় অবস্থিত? - ফরিদপুরে।
* মাওয়া ফেরিঘাট কোন নীর তীরে অবস্থিত? - পদ্মা।
* মাদারীপুর শহর কোন নদীর তীরে অবস্থিত? - আড়িয়াল খাঁ।
* বাংলাদেশের কোন জেলাটির নামকরণ করা হয়েছে একটি নদীর নামানুসারে? -ফেনী।
* কোন দেশ দ্বারা গৃহীত নদী সংযোগ প্রকল্পের বিরুদ্ধে বাংলাদেশ প্রতিবাদ করেছে? - ভারত।
* কর্ণফুলী নদী কোন জেলার মধ্যদিয়ে প্রবেশ করেছে?    -পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামের মধ্যদিয়ে।
* কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে? - আসাম।
বাংলাদেশের প্রধান প্রধান দ্বীপসমূহ কী কী?
- সেন্টমার্টিন, ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, কুতুবদিয়া, মহেশখালী, সোনাদিয়া, দক্ষিণ তালপট্টি, ছেঁড়াদ্বীপ।
* বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ কোনটি? - বাংলাদেশ।