ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ অনেকেই ব্যবহার করেন। কিন্তু এগুলো কম্পিউটারের
সঙ্গে সংযুক্ত করার ঝামেলাও কম নয়। এ ঝামেলা কাটাতেই এবার বাজারে এল
স্যানডিস্কের 'ওয়্যারলেস স্টিক'। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে এনডিটিভি।
তারের ঝামেলা বিহীন 'ওয়্যারলেস স্টিক' ডিভাইসটি বৈদ্যুতিক চার্জে চলবে। একবার চার্জ করলে ডিভাইসটি দুই এমবিপিএস গতিতে ভিডিও স্ট্রিমিংয়ে সাড়ে চার ঘণ্টা চলবে।
ভারতের বাজারে পণ্যটি ১৮ সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে। শীঘ্রই বাংলাদেশের
বাজারেও এটি পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। স্যানডিস্কের এ 'ওয়্যারলেস
স্টিক' বাজারে এসেছে ১৬, ৩২, ৬৪ ও ১২৮ জিবি ধারণক্ষমতার। পণ্যটির
বাংলাদেশের মূল্য এখনো জানা না গেলেও ভারতীয় মুদ্রায় ১৬ জিবির দাম ২৭৯০
রুপি এবং ১২৮ জিবির দাম ৯,৪৯০ রুপি। বাংলাদেশেও এ দামের সঙ্গে মিল রেখে
বাজারজাত করা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।তারের ঝামেলা বিহীন 'ওয়্যারলেস স্টিক' ডিভাইসটি বৈদ্যুতিক চার্জে চলবে। একবার চার্জ করলে ডিভাইসটি দুই এমবিপিএস গতিতে ভিডিও স্ট্রিমিংয়ে সাড়ে চার ঘণ্টা চলবে।