দেশের বৃহত্তম মোবাইল
অপারেটর গ্রামীণফোন নিয়ে
এলো
ফায়ারফক্স ওএস
সিম্ফোনি মোবাইল
সেট। মাত্র
৪
হাজার
৬শ’
৫০
টাকায়
সেটটি
পাওয়া
যাচ্ছে। তবে
শুধু
‘বন্ধু’
প্যাকেজের জন্য
এই
হ্যান্ডসেট ও
অফার
প্রযোজ্য।ইন্টারনেট সেবা
প্রসারের জন্যই
এই
হ্যান্ডসেট ও
প্যাকেজ নিয়ে
এসেছে
প্রতিষ্ঠানটি। মঙ্গলবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে
আয়োজিত
এক
সংবাদ
সম্মেলনে এ
ঘোষণা
দেন
গ্রামীণফোনের সিইও
বিবেক
সুদ। গোফক্স এফ
১৫
মডেলের
হ্যান্ডসেটটিতে ৩.২ মেগা পিক্সেল ক্যামেরা রয়েছে।
ফ্রন্ট
ক্যামেরায় ০.৩ মেগাপিক্সেল। এর
ব্যাটারি সক্ষমতা ১৪৫০
এম্পিলিফায়ার।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে
উপস্থিত ছিলেন
টেলিনর
গ্রুপের এক্সিকিউটিভ ভাইস
প্রেসিডেন্ট ও
টেলিনর
ডিজিটালের সিইও
রোল
এরিক
স্পিলিং এবং
মজিলার
সিটিও
ড.
এন্ড্রেস গাল।