৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ
করেছে
পাবলিক
সার্ভিস কমিশন
(পিএসসি)। এবারের
বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক
হাজার
৮শ
তিন
জনকে
নিয়োগ
দেওয়া
হবে
বলে
জানা
গেছে।
একই
সঙ্গে
প্রিলিমিনারি পরীক্ষার নম্বর
বেড়ে
২০০
ও
সময়
২
ঘণ্টা
করা
হয়েছে।
মঙ্গলবার এই
বিজ্ঞপ্তি প্রকাশ
করে
পিএসসি।
কমিশনের ওয়েবসাইটে http://www.bpsc.gov.bd প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখা যায়, এবার
প্রশাসনে ৩০০
জন,
পুলিশে
৫০
জনসহ
সাধারণ
ক্যাডারে মোট
৪৫৫
জনকে
নিয়োগ
দেওয়া
হবে।
এছাড়া
শিক্ষা
ক্যাডারে ৮শ
২৯
জন,
বিসিএস
সাধারণ
শিক্ষা
ক্যাডারে সরকারি
শিক্ষক
প্রশিক্ষণ কলেজে
৩৫
জন
নিয়োগ
পাবেন।
প্রফেশনাল ও
টেকনিক্যাল ক্যাডারে ৪৮৪
জন
নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া
হয়েছে।
আগামী
৩০
সেপ্টেম্বর সকাল
১০টা
থেকে
অনলাইনে আবেদনপত্র পূরণ
ও
ফি
জমা
নেওয়া
শুরু
হবে।
৩০
অক্টোবর সন্ধ্যা ৬টা
পর্যন্ত আবেদনপত্র জমা
দেওয়া
যাবে
এবং
২
নভেম্বর সন্ধ্যা ৬টা
পর্যন্ত ফি
জমা
দেওয়া
যাবে
বলে
বিজ্ঞপ্তিতে বলা
হয়েছে।