25 September 2014

ধানের পাতা পোড়া রোগ দমনে কৃষক ভাইদের করণীয়

সাম্প্রতিক সময়ে দেশের উত্তরাঞ্চলের কোন কোন স্থানে আমন ধান ক্ষেতে পাতা পোড়া রোগের আক্রমণ দেখা দিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটউট (ব্রি) এর মতে রোগটি মূলত স্বর্ণা (বিভিন্ন জাতের স্বর্ণা) সোনার বাংলা জাতে আক্রমণ করেছে পাশাপাশি ব্রি ধান৪৯ ব্রি ধান৫১ জাতে রোগের আক্রমণ নেই বললেই চলে
পাতাপোড়া রোগে ধান গবেষণার পরামর্শ হলো:

) ৬০ গ্রাম থিয়োভিট + ৬০ পটাশ সার ২০ গ্রাম দস্তা সার একত্রে ১০ লিটার পানিতে মিশিয়ে / শতাংশ জমিতে স্প্রে করতে হবে। তাহলে রোগ পুনরায় বৃদ্ধি পাবে না এবং নিয়ন্ত্রণে আসবে;


) জমিতে পানি দাঁড়ানো থাকলে নামিয়ে দিয়ে / দিন শুকিয়ে বিঘাপ্রতি / কেজি পটাশ সার প্রয়োগ করে পুনরায় পানি প্রয়োগ করতে হবে;

) ঝড়ো হাওয়া ধারাবাহিক বৃষ্টিপাত, অতিমাত্রায় ইউরিয়া সারের প্রয়োগ রোগ বিস্তারে সহায়ক ভূমিকা পালন করে। অবস্থায় ইউরিয়া সার দেয়া যাবে না। দেয়ার সময় হলেও / দিন রোদ উঠার পরে সার দিতে হবে;

) সুষম মাত্রায় বিশেষ করে পটাশ সার (এমওপি সার) প্রয়োগ করলে রোগের প্রকোপ কিছুটা কম হয়;

) পরবর্তী বছরে ধরণের আক্রমণ কাতর জাত যে সুমন স্বর্ণা, গুটি স্বর্ণা, লাল স্বর্ণা, সম্বা মাসুরি, ইত্যাদি অননুমোদিত জাতগুলো চাষ না করা