24 March 2015

রবিতে আনলিমিটেড এফ.এন.এফ করা যাবে এখন।

দেশে প্রথম অপারেটর হিসেবে গ্রাহকদের আজীবন মেয়াদসহ যত খুশি তত এফএনএফ নাম্বার বাছাইয়ের সুযোগ দিলো রবি সোমবারআনলিমিটেড এফএনএফনামে নতুন এই প্রি-পেইড প্যাকেজ চালু করে মোবাইল ফোন অপারেটরটিঅফারটির আওতায় রবির গ্রাহক রবি-রবি এফএনএফ নাম্বারে অফ পিক আওয়ারে (রাত ১২টা থেকে বিকাল ৫টা) প্রতি সেকেন্ডে দশমিক পয়সা এবং পিক আওয়ারে (বিকাল ৫টা থেকে রাত ১২টা) প্রতি সেকেন্ডে পয়সা রেটে কথা বলতে পারবেন। রবি থেকে অন্য অপারেটরের এফএনএফ নাম্বারে দিন-রাত একই রেট- প্রতি সেকেন্ডে পয়সা। অন্যদিকে এফএনএফ ছাড়া সব অপারেটেরর যে কোন নাম্বারে দিনরাত প্রতি সেকেন্ডে পয়সা রেটে কথা বলতে পারবেন রবি গ্রাহকরা।
রবি জানিয়েছে, *৮৯৯৯*৯০# নাম্বারে ডায়াল করে রবি যেকোনো প্রি-পেইড গ্রাহক (উদ্যোক্তা, ইজিলোড/পিসিও, এসএমই কর্পোরেট প্যাকেজ ছাড়া) তার বর্তমান প্যাকেজটি এই প্যাকেজে রূপান্তর করতে পারবেন।