মোবাইলে যারা ইন্টারনেট ব্যবহার করেন তাদের সময়ই পড়তে হয় ধীরগতির
ইন্টারনেটের কবলে। এর কারণে অনেক জরুরি কাজ করতেও দেরি হয়ে যায়।
ইন্টারনেটের গতি বাড়ানাের জন্য তাই প্রয়োজনীয় কিছু টিপস-
১. মোবাইলের অপ্রয়োজনীয় অ্যাপগুলো আনস্টল করুন।
২. আপনার মোবাইলের স্টোরেজের অপ্রয়োজনীয় ডেটা ডিলিট করুন। স্টোরেজ বাড়ার সাথে সাথে আপনার ইন্টারনেটের স্পিডও বাড়বে।
৩.
মোবাইলের ‘ক্যাশড ডেটা’ ক্লিয়ার করুন। কারণ এগুলো শুধু মোবাইলের জায়গায়
নষ্ট করে না বরং আপনার মোবাইলের বিভিন্ন অ্যাপকেও স্লো করে দেয়।