17 May 2015

মাত্র এক টাকায় উপভোগ করুন আনলিমিটেড ফেসবুক, হোয়াটসঅ্যাপ, কমোয়ো!!! সাথে 3MB ওপেন ইন্টারনেট!!!

আপনারা জানেন যে, গ্রামীণফোন তাদের গ্রাহকদের জন্য দুইটি স্যোসাল প্যাক অফার করেছে বেশ কিছুদিন আগে।
একটি ডেইলি আর আরেকটি উইকলি।
ডেইলি প্যাকটির মূল্য ছিল 3Tk+VAT
কিন্তু, ডেইলি স্যোসাল প্যাকটি এখন পাচ্ছেন মাত্র 1Tk+VAT এর বিনিময়ে!!!
প্যাকটি পেতে ডায়াল করুন *500*301# নাম্বারে।
এতে পাবেন আনলিমিটেড ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও কমোয়ো এবং ওপেন 3MB ইন্টারনেট।

এটি একটি 3G প্যাক, 20MB ব্যবহারের পর স্পিড 128kbps হবে এবং অবিরত চলবে।
সাথে ওপেন ইন্টারনেট ভলিউম ফ্রি পাবেন 3MB!

আর, প্যাকটি যত খুশি ততবার কিনতে পারবেন!
তাই, স্পিড কমে গেলে আবার নিতে পারবেন।
আর যারা 1Tk+VAT এ 3MB 2G প্যাকটি কিনে থাকেন,
তাদের আর 2G প্যাক কেনার প্রয়োজন হবেনা, কারন-একই মূল্যে 3G প্যাক পাচ্ছেন; সাথে আরও অনেক কিছু ফ্রি পাচ্ছেন!!!