30 January 2015

গ্রামীনফোনের ৯৯ টাকায় ১জিবি পাওয়ার ক্লিয়ার-কাট উপায়

প্রথমে আপনার ব্যক্তিগত সিম দিয়ে 1GB লিখে 9999 এ সেন্ড করুন। আপনি যদি এই অফারটি আওতাভুক্ত হন, তাহলে তারা আপনাকে টাকা রিচার্জ করার কথা বলবে। আর যদি না হন তাহলে Sorry, you are not eligible for this offer. এরকম ম্যাসেজ আসবে। আপনি এই সিমটি নিয়মিত ব্যবহার করে থাকেন তাহলে আসবে না। বলতে আপনি এই অফারটি উপভোগ করতে পারবেন না। তাহলে কিভাবে পারবেন? হে, দুটি উপয়ে পারবেন এই অফারটি উপভোগ করতে। ১) বন্ধ সিম, ২) নতুন সিম। কিছুক্ষন আগে আমি এই দুটি পদ্ধতিতেই সফল হয়েছি। তাই শেয়ার করছি।
পদ্ধতি১: আপনার কাছে যদি কোন বন্ধ সিম থাকে(৩ মাসের বেশী বন্ধ), তাহলে সেটি চালু করুন। তারপর প্রথমে ১০ টাকা রিচার্জ করুন। তার পর 1GB লিখে 9999 এ সেন্ড করুন। তখন তারা আপনাকে টাকা রিচার্জ করার কথা বলবে। তখন আপনি ১১৫ টাকা রিচার্জ করে আবার 1GB লিখে
9999 এ সেন্ড করুন। তারা আপনাকে Congratulation জানিয়ে একটি ম্যাসেজ দিবে। তারকিচ্ছুক্ষন পর Confirmation ম্যাসেজ দিবে।
পদ্ধতি২: নতুন সিম। আপনি যদি কোন নতুন সিম কিনতে পারেন তাহলে এই অফারটি উপভোগ করতে পারবেন। একটি নতুন সিমে কিনে 1GB লিখে 9999 এ সেন্ড করুন। তারপর তারা আপনাকে টাকা রিচার্জ করার কথা বলবে। তারপর টাকা রিচার্জ করে আবার ম্যাসেজ সেন্ড করুন। ব্যস... কাজ হয়ে যাবে।