23 June 2015

উপ সহকারী কৃষি নিয়োগ প্রশ্ন-4



প্রশ্ন: সর্বশেষ কৃষিশুমারী অনুষ্ঠিত হয়?
উঃ ২০০৮ সালে।
প্রশ্ন: সরকার কৃষকের স্বার্থে কোন সার আমদানী নিষিদ্ধ করেছে ?
উঃ এসএসপি
প্রশ্ন: বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয় ?
উঃ 1976 সালে।
প্রশ্ন: বাংলাদেশে কৃষি গবেষণা ইনষ্টিটিউট কবে তার কার্যক্রম শুরু করে ?
উঃ ১৯৭৩ সালে।
প্রশ্ন: কোন জাতের ছাগল বাংলাদেশে সর্বাপেক্ষা বেশী পাওয়া যায় ?
উঃ কৃষ্ণ বঙ্গ।
প্রশ্ন: ভারতের বিহার রাজ্যের যমুনা পাড়ের ছাগল বংশধর বাংলাদেশে কি নামে পরিচিত?
উঃ রাম ছাগল।
প্রশ্ন: মহিষ প্রজনন খামার কোথায় ?
উঃ বাগেরহাট।
প্রশ্ন: বাংলাদেশ গবাদি পশু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উঃ ঢাকার সাভারে।
প্রশ্ন: বাংলাদেশ কেন্দ্রিয় গো প্রজনন দুগ্ধ খামার কোথায় অবস্থিত?
উঃ সাভারে।