23 June 2015

উপ সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ প্রশ্ন-3



প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে বেশী রেশম উৎপন্ন হয়?
উঃ চাঁপাই নবাবগঞ্জে।
প্রশ্ন: বাংলাদেশ রেশম বোর্ড কোথায় অবস্থিত?
উঃ চাঁপাই নবাবগঞ্জে।
প্রশ্ন: বাংলাদেশে কোথায় সবচেয়ে বেশী তামাক জন্মে ?
উঃ রংপুরে
প্রশ্ন: বাংলাদেশে কোথায় সবচেয়ে বেশী তুলা জন্মে ?
উঃ যশোরে।
প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প কোনটি?
উঃ তিস্তা বাধ প্রকল্প।
প্রশ্ন: বাংলাদেশে ধান গবেষনা কেন্দ্রের সংক্ষিপ্ত নাম কি এবং কোথায় ?
উঃ BRRI, গাজিপুর।
প্রশ্ন: BADC বলতে কি বুঝায়?
উঃ বাংলাদেশে কৃষি উন্নয়ন সংস্থা Bangladesh Agricultural Development Corporation
প্রশ্ন: জুটন আবিস্কার করেন কে?
উঃ ডঃ মোহাম্মদ সিদ্দিকুল্লাহ।