প্রশ্ন: বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল
কি?
উঃ
পাট।
|
প্রশ্ন: বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল
কি
?
উঃ
চা।
|
প্রশ্ন: বিশ্বে ধান
উৎপাদনে বাংলাদেশের অবস্থান?
উঃ
চতুর্থ।
|
প্রশ্ন: পাট
উৎপাদনে বিশ্বে বাংলাদেশের স্থান?
উঃ
প্রথম।
|
প্রশ্ন: সবচেয়ে বেশী
পাট
উৎপন্ন হয়
কোন
জেলায়?
উঃ
ময়মনসিংহ।
|
প্রশ্ন: রবি
শস্য
বলতে
বুঝায়?
উঃ
শীতকালীন শস্যকে।
|
প্রশ্ন: খরিপ
শস্য
বলতে
বুঝায়?
উঃ
গ্রীষ্মকালীন শস্যকে।
|
প্রশ্ন: বাংলাদেশের অর্থনীতিতে কৃষিখাতের অবদান কত?
উঃ
২১.৯১%।
|
প্রশ্ন: বাংলাদেশের শস্য
ভান্ডার বলা
হয়
কোন
জেলাকে?
উঃ
বরিশাল।
|
প্রশ্ন: বাংলাদেশে বানিজ্যিকভাবে প্রথম কখন
চা
চাষ
করা
হয়?
উঃ
১৯৫৪
সালে।
|
প্রশ্ন: গম
গবেষণা কেন্দ্র কোন
জেলায় অবস্থিত?
উঃ
দিনাজপুর।
|
প্রশ্ন: বাংলদেশের প্রথম চা
বাগান কোনটি?
উঃ
সিলেটের মালনিছড়া।
|